
দেওয়ানগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ, দেওয়ানগঞ্জ
নাগরিক সনদ (Citizen Charter)
প্রতিষ্ঠান পরিচিতিঃ এই প্রতিষ্ঠানটি বৃহত্তর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় জিলবাংলা সুগার মিলের পশ্চিম পার্শ্বে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার দুই সীমানার সন্নিকটে চর ভবসুর মোল্লাপাড়ায় অবস্থিত। এই প্রতিষ্ঠান টি ১৯৬৬ ইং সনে স্থাপিত হয়।এখানে বর্তমানে এস এস সি (ভোকেশনাল) ও এইচ এস সি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে। এখানে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) কোর্সের আওতায় চারটি ট্রেড এবং ডিপ্লোমা কোর্সের আওতায় দু'টি টেকনোলজি চালু আছে।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
দেশে মধ্যম স্তরের প্রকৌশলী তৈরীর লক্ষ্যে ২০০১ খৃষ্টাব্দে শেরপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপিত হয়। রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে এবং বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সীমান্ত জেলা শেরপুর শহরের নবীনগর এর অবস্থান।
ক্রঃ নংঃ | সেবাসমূহ | সেবার স্থান | সেবা গ্রহণকারী | সময়সীমা | সেবা প্রদানকারী |
---|---|---|---|---|---|
০১ | এসএসসি (ভোকেশনাল), এইচএসসি (ভোকেশনাল),ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং। | একাডেমিক শাখা | বোর্ড কর্তৃক নির্ধারিত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী | বোর্ড কর্তৃক নির্ধারিত | সংশ্লিষ্ট ভর্তি কমিটি |
০২ | পাঠ্যবই ও অন্যান্য বইপত্র সংগ্রহ। | লাইব্রেরী | সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী | অফিস চলাকালীন | দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি |
০৩ | প্রশংসাপত্র/অধ্যয়নরত সনদপত্র/চারিত্রিকসনদপত্র প্রদান। | একাডেমিক শাখা | অধ্যয়নরত ও উত্তীর্ণ শিক্ষার্থী | অফিস চলাকালীন | একাডেমিক ইনচার্জ ও অধ্যক্ষ |
০৪ | ভর্তি ফরম সরবরাহ, ড্রেস কোড, শৃঙ্খলা বিধান ও পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রদান। | প্রশাসনিক ও একাডেমিক শাখা | শিক্ষার্থী, অভিভাবক ও তথ্য অনুসন্ধিৎসু ব্যক্তি | তাৎক্ষনিক তথ্য প্রদান | একাডেমিক শাখা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি |
০৫ | প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোন তথ্য প্রদান। | প্রশাসনিক শাখা ও চীফ ইন্সট্রাক্টর কক্ষ | শিক্ষার্থী, অভিভাবক ও তথ্য অনুসন্ধিৎসু ব্যক্তি | অফিস চলাকালীন | প্রতিষ্ঠান কর্তৃপক্ষ |
০৬ | ৭০% শিক্ষার্থীকে বৃত্তি(নারী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ব্যাতিত) এবং শতভাগ শিক্ষার্থীকে বাস্তব প্রশিক্ষণ ভাতা প্রদান। | হিসাবশাখা/প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ব্যাংক | অধ্যয়নরত শিক্ষার্থী | ০৬ মাস অন্তর এবং বোর্ড সমাপনী পরীক্ষার পর | প্রতিষ্ঠান কর্তৃপক্ষ |
০৭ | অন-লাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন। | একাডেমিক শাখা ও ICT সেল | ভর্তিচ্ছু শিক্ষার্থী | বোর্ড কর্তৃক নির্ধারিত | সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
দেওয়ানগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃক নিম্নবর্ণিত সেবা কার্যসমূহ সম্পাদন করা হয়ঃ
প্রশাসন বিভাগঃ অধ্যক্ষ ও চার বিভাগের বিভাগীয় প্রধানগণ এর সমন্বয়ে অত্র প্রতিষ্ঠানে প্রশাসনিক কাম একাডেমিক কাউন্সিল গঠিত।
কাজের বিবরণঃ অত্র প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।
সেবা প্রদানকারীঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|---|---|
এম এ কামাল জমাদার | অধ্যক্ষ | dewangonjtsc@gmail.com |
মোহাম্মদ নাজমুল করিম | Junior Instructor, Mechanical | 01915021446 |
পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগঃ একাডেমিক শাখা ও পরীক্ষা পরিচালনা কমিটি এবং কম্পিউটার সেলের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রণের কাজ।
কাজের বিবরণঃ
- সকল বোর্ড সমাপণী পরীক্ষা নিয়ন্ত্রণ করা।
- অভ্যন্তরীণ বর্ষমধ্য ও টেষ্ট পরীক্ষা নিয়ন্ত্রণ।
- এসএসসি (ভোকঃ) নবম শ্রেণী ভর্তি পরীক্ষা ও একাদশ শ্রেণীর ভর্তি নিয়ন্ত্রণ।
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল সমাপণী পরীক্ষা নিয়ন্ত্রণ।
- বেসিক ট্রেড (কম্পিউটার), ৩ মাস ও ৬ মাস এর পরীক্ষা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।
সেবা প্রদানকারীঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|
একাডেমিক শাখাঃ অত্র প্রতিষ্ঠানে কর্মকর্তাদের (একাডেমি) মাধ্যমে নিমণবর্ণিত কার্য সম্পাদন করা হয়
কাজের বিবরণঃ
- রেজিষ্ট্রেশন কাজ সম্পাদন।
- বোর্ড থেকে প্রাপ্ত সনদপত্র ও নম্বরপত্র বিতরণ।
- অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ।
- অভ্যন্তরীণ পরীক্ষার নম্বরপত্র প্রদান।
- হার্ডকপি বোর্ডে প্রেরণ
- বোর্ড সম্পর্কিত অন্যান্য কাজ
সেবা প্রদানকারীঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|---|---|
মোহাম্মদ নাজমুল করিম(Junior Instructor, Mechanical) | Accademic Asist.Incharg | 01915021446 |
শিক্ষার্থী সম্পকিত তথ্যঃ শিক্ষার্থী সম্পকিত সকল তথ্য জানা
সেবা প্রদানকারীঃ
ফার্মমেশিনারী বিভাগ | ||
---|---|---|
এ এইচ এম লুতফুর রহমান | Junior Instructor, Farm Machinery | 01718813211 |
মোঃ মুতাছিম বিল্লাহ | Craft Instructor (Shop), Farm Machinery | 01734264927 |
ইলেক্ট্রিক্যাল বিভাগ | ||
---|---|---|
ফেরদৌসি আক্তার | Cheif Instructor, Electrical | 01752372582 |
আলাউদ্দিন আহমেদ | Junior Instructor, Electrical | 01721508258 |
স্বপন কুমার রয় | Craft Instructor (Shop), Electrical | 01744565489 |
মেকানিক্যাল বিভাগ | ||
---|---|---|
মোহাম্মদ নাজমুল করিম | Junior Instructor, Mechanical | 01915021446 |
রশ্নি আক্তার | Part Time Teacher, Mechanical | 01952351441 |
আরএসি বিভাগ | ||
---|---|---|
সিদ্দিক আহম্মেদ | Cheif Instructor, RAC | 01716010324 |
মুহম্মদ জুলফিকার আলী | Junior Instructor, RAC | 01719789123 |
নন-টেক বিভাগ | ||
---|---|---|
মোঃ মজিবুর রহমান | Instructor(Bangla), Non-Tech | 01712477014 |
মোঃ আলমগীর কবীর | Instructor(Bangla), Non-Tech | 01718437426 |
মোঃ আমির হোসেন | Instructor(Chemistry), Non-Tech | 01776518756 |
ফারজানা এলামিট | Instructor(Mathematics), Non-Tech | 01622906428 |
আশরাফুল ইসলাম | Instructor(Chemistry), Non-Tech | 01712856543 |
এ. এইচ. এম. ফজলুল হক | Instructor(English), Non-Tech | 01767624778 |
আছিয়া আক্তার | Instructor(English), Non-Tech | 01930286393 |
আইসিটি, আইসিটি হেল্প ডেক্সঃ আইসিটি শাখা নিম্নবর্ণিত কাজ করে থাকে
কাজের বিবরণঃ
- অনলাইন রেজিষ্ট্রেশন
- অনলাইন ফরমফিলাপ
- অনলাইন নম্বর প্রেরণ
- ওয়েভসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম আপডেট
- ব্যাংকিং সম্পর্কিত কাজ
- ষ্টুডেন্ট আইডি কার্ড প্রস্তুত ও বিতরণ।
সেবা প্রদানকারীঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|---|---|
মোহাম্মদ নাজমুল করিম | Junior Instructor, Mechanical | 01915021446 |
অফিস শাখাঃ একজন প্রধান সহকারী, একজন ইউডি, এলডি এবং ২ জন অফিস সহায়ক ষ্টাফ নিয়ে অফিস শাখা গঠিত।
কাজের বিবরণঃ
- অনলাইন রেজিষ্ট্রেশন
- অনলাইন ফরমফিলাপ
- অনলাইন নম্বর প্রেরণ
- ওয়েভসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম আপডেট
- ব্যাংকিং সম্পর্কিত কাজ
- ষ্টুডেন্ট আইডি কার্ড প্রস্তুত ও বিতরণ।
সেবা প্রদানকারীঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|
হিসাব শাখাঃ একজন একাউনটেন্ট নিয়ে এ শাখা পরিচালিত হয়।
কাজের বিবরণঃ
- অত্র অফিসের সকল হিসাব সংক্রান্ত কাজ পরিচালনা করা।
- অভ্যন্তরীণ ও বোর্ড সমাপণী পরীক্ষার ভাতা বন্টন করা।
- জেলা হিসাব রক্ষণ অফিসের সাথে অত্র অফিসের সকল লেনদেন বিষয় সমন্বয় সাধন করা।
- ভর্তি, পূণভর্তি ও জামানত সংক্রামত্ম কার্যক্রম সম্পাদন করা।
- অডিট আপত্তি নিষ্পতি কাজ সম্পাদন কর।
সেবা প্রদানকারীঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|
ক্রিড়া, স্কাউট, রোভারঃ
সেবা প্রদানকারীঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|---|---|
আলাউদ্দিন আহমেদ | Junior Instructor, Electrical | 01721508258 |
সাংস্কৃতিক, ডিবেট ক্লাবঃ
সেবা প্রদানকারীঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|
নিরাপত্তা শাখাঃ একজন সিকিউরিটি ইনচার্জ দ্বারা এই শাখা পরিচালিত হয়ে থাকে। অফিস সহায়ক ষ্টাফগণ তাকে সহায়তা করে থাকে।
কাজের বিবরণঃ
- প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠানের সম্পদ সংরক্ষণের কার্যক্রম পরিচালনা করা।
সেবা প্রদানকারীঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|
ষ্টোর:
মেইন ষ্টোরঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|
ফার্মমেশিনারী সাবষ্টোরঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|---|---|
এ এইচ এম লুতফুর রহমান (Junior Instructor, Farm Machinery) | Lab Incharge | 01718813211 |
ইলেক্ট্রিক্যাল সাবষ্টোরঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|
মেকানিক্যাল সাবষ্টোরঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|---|---|
মোহাম্মদ জুলফিকার হায়দার (Office Assistant Cum Computer Operator, Staff) | Lab Incharge | 01913900921 |
আরএসি সাবষ্টোরঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|---|---|
মোঃ মুতাছিম বিল্লাহ (Craft Instructor (Shop), Farm Machinery) | Lab Incharge | 01734264927 |
নন-টেক সাবষ্টোরঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|
লাইব্রেরীঃ
কাজের বিবরণঃ
- শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের মধ্যে বই পুস্তক বিতরন ও গ্রহণ
সেবা প্রদানকারীঃ
নাম | পদবী | যোগাযোগ |
---|
সেবা গ্রহিতার কাজের প্রত্যাশাঃ
- যথাসময়ে প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করতে হবে।
- আবেদন যথাসময়ে যুক্তিসহ উপস্থাপন করতে হবে।
- অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে।
- ব্যক্তিগত স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে উর্ধ্বে স্থান দিতে হবে।
অভিযোগ প্রদান: যে কোন সেবায় বিলম্বিত বা কালক্ষেপন,হয়রানী, বা যে কোন অভিযোগ , পরামর্শ প্রদান
নাম | পদবী | যোগাযোগ |
---|---|---|
এম এ কামাল জমাদার | অধ্যক্ষ | dewangonjtsc@gmail.com |